হোয়াটসঅ্যাপে নতুন যেসব ফিচার


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ১, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন /
হোয়াটসঅ্যাপে নতুন যেসব ফিচার

চলতি সপ্তাহে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। সেগুলোর মধ্যে আছে, গ্রুপ কলে (অ্যান্ড্রয়েড সেন্ট্রালের মাধ্যমে) কোনো ব্যক্তিকে মিউট করার ব্যবস্থাসহ এ ধরনের বেশ কিছু সুবিধা।

এ ধরনের শিষ্টাচার সংক্রান্ত ফিচার যোগ হওয়ার কারণে গ্রুপ কলে কোনো ব্যক্তি নিজেকে মিউট করতে ভুলে গেলে অন্য কেউ তাকে মিউট করতে পারবে। এ ছাড়া আপনি যদি অন্য কারও সঙ্গে একই কক্ষে বসে গ্রুপ কলে থাকেন এবং তার কথার প্রতিধ্বনি শুনতে না চান সে ব্যবস্থাও রাখা হয়েছে।

যদিও বেশ কয়েকটি কনফারেন্সিং অ্যাপ যেমন, জুম ও মাইক্রোসফট টিম হোস্টকে সব (বা নির্দিষ্ট) কিছু অংশগ্রহণকারীদের মিউট (নিঃশব্দ) করার ব্যবস্থা আছে। তবে অধিকাংশ অ্যাপে চাইলেই গ্রুপ কলে অন্য কাউকে মিউট করার ব্যবস্থা নেই।

এই ফিচারগুলো যোগ হওয়ার কারণে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ সুবিধা পাবেন আমন্ত্রণকারী। তবে, ভিডিও কলে সর্বোচ্চ ৮ জন এবং ভয়েস কলে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত এই সুবিধা প্রযোজ্য।

নতুন করে মিউটিং ফিচার যোগ করা ছাড়াও হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মেসেজ পাঠানোরও সুবিধাও যোগ করা হয়েছে। গ্রুপ কলের সময় যদি আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মেসেজ পাঠাতে বা কারও সঙ্গে রসিকতা করতে চান যেটা গ্রুপ কলে সম্ভব না, আপনি সেটাও করতে পারবেন।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ আরও একটি অপশন চালু করেছে, যার ফলে কোনো গ্রুপ কল চলাকালীন নতুন করে কেউ যোগে দিলে তার নোটিফিকেশন পাঠানো হয়।

গত শুক্রবার থেকে হোয়াটসঅ্যাপের চালু করা নতুন ফিচারগুলোর মধ্যে আরও আছে, কে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে, আপনার বিস্তারিত তথ্য (অ্যাবাউট), সবশেষ স্ট্যাটাস এবং সবশেষ কখন অ্যাকটিভ ছিলেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।