হবিগঞ্জে ৯ দিনব্যাপি রথযাত্রা শুরু


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ১, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন /
হবিগঞ্জে ৯ দিনব্যাপি রথযাত্রা শুরু

শুক্রবার বিকেলে ইসকন পরিচালিত শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির প্রাঙ্গণে রথাযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড: আবু জাহির।

ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমূখ।

এছাড়া হিন্দু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়।

হাজারো পূণ্যার্থী এ শোভাযাত্রায় অংশ নেন। এসময় পথের দু’পাশে অসংখ্য মানুষ শোভাযাত্রা উপভোগ করেন। রথটানের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয় সদর থানা মোড়ে।

সেখান থেকে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে শেষ হবে ইসকন মন্দিরে।