শেখ বেলাল:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের একজন হাফেজ মাওলানা ইব্রাহীম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামে। ওই গ্রামের মাওলানা মোহাম্মদ আব্দুন নুর (নুরুজ মুন্সী)’র ছেলে। ইব্রাহীমের লাশ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ইব্রাহীমকে ঘিরে এখন শুধুই শোকের মাতম। নিহতের মরদেহ একনজর দেখতে ছুটে আসেন এলাকার শত-শত নারী পুরুষ। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
কোন সান্ত্বনাই থামাতে পারছে না ইব্রাহীমের মা-বাবার কাঁন্না। ইব্রাহীমকে নিয়েই সাজানো ছিল যে, মা-বাবার এক সুন্দর পৃথিবী। তা যেনো এক নিমিষেই এলোমেলো হয়ে গেলো।
রাজধানী ঢাকার একটি ক্বওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। বছরখানেক আগে বিয়েও করেছিলেন ইব্রাহীম। এখনো যেনো বিবাহের হাতে রাঙ্গা মেহেদী নববধুর হাতে। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার স্ত্রীও।
ইব্রাহীম তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে নিহতের পরিবারের লোকজনের ভবিষ্যৎ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারা। এছাড়া তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। আহত হন আটজন। নিহত তিনজনের মধ্যে হাফেজ মাওলানা ইব্রাহীম শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা।
আপনার মতামত লিখুন :