সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২২, ৯:২৩ অপরাহ্ন /
সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মহিষাহাটায় ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদা খাতুন (৭) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর স্বজনেরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল মাহমুদা নিখোঁজ হয়। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তারা আরও বলেন, নিহত মাহমুদার দুটি হাতই ভাঙা, নাক দিয়ে রক্ত আসছে। তাকে কেউ ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ইতোমধ্যে শুনতে পেরেছি শিশুটির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। সুরুতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, শিশুটির নাক দিয়ে রক্ত ঝরছে। তবে ধর্ষণের আলামত রয়েছে কি না, সেটা পরে জানা যাবে।