সংবাদদাতা:: মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণে এই স্লোগানকে সামনে রেখে শিল্পপতি দানবীর হাজী কাউস মিয়ার পক্ষ থেকে ২৫ টন চাল বিতরণ করা হয়।
শনিবার (২জুলাই) চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর মাধ্যমে চাঁদপুর এর বিশিষ্ট শিল্পপতি দানবীর হাজী কাউস মিয়ার পক্ষ থেকে বাহুবল উপজেলার স্মানঘাট ও সাতকাপন ইউনিয়নের কয়েকটি গ্রামের বানবাসী মানুষের মাঝে ২৫ টন (২৫০০০ কেজি) চাল বিতরণ করেন।
বাহুবলের বানবাসী মানুষের জন্য এ উদ্যোগ গ্রহণ করেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন । এ ত্রাণ বিতরণ কার্যক্রম বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে চলমান আছে।
এছাড়াও পানিবন্দী বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম এ অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। এ দূর্যোগকালীন মূহুর্তে বাহুবলের বানবাসী মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বাহুবলবাসীর পক্ষ থেকে চাঁদপুর এর বিশিষ্ট শিল্পপতি হাজী কাউস মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নঈম পাটওয়ারী দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আপনার মতামত লিখুন :