শায়েস্তাগঞ্জে স্কুল শিক্ষিকা সুপ্তা দাশ হত্যার প্রধান আসামী, মতিন মিয়াকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর


তরফ বার্তা প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২২, ৮:৩০ অপরাহ্ন /
শায়েস্তাগঞ্জে স্কুল শিক্ষিকা সুপ্তা দাশ হত্যার প্রধান আসামী, মতিন মিয়াকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর

শায়েস্তাগঞ্জে স্কুল শিক্ষিকা সুপ্তা দাশ হত্যার প্রধান আসামী
মতিন মিয়াকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
তোফায়েল আহমেদ মনির, শায়েস্তাগঞ্জ থেকে \ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আলোচিত স্কুল শিক্ষিকা সুপ্তা দাশকে চলন্ত সিএনজি থেকে ফেলে হত্যা ও ধর্ষনের চেষ্টা মামলার প্রধান আসামী সিএনজি চালক মতিন মিয়াকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভিন আসামীর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আলোচিত মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে ম্যাজিস্ট্রেট আদালতে আসামী মতিন মিয়াকে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে ১৯ আগষ্ট আসামী মতিন মিয়াকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত ১৭ আগষ্ট চুনারুঘাট উপজেলার বটতলা (আইতন) বাজার থেকে আসামী মতিন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব-৯। একদিন পর তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। এর আগে ১৫ আগষ্ট শিক্ষিকা সুপ্তা দাশের ভাই পুলক দাশ বাদী হয়ে সিএনজি চালক মতিন মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩-৪জনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দ্বায়ের করেন। এর আগে ১১ আগষ্ট সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর নামকস্থান থেকে রক্তাক্ত অবস্থায় শিক্ষিকা সুপ্তা রানী দাশকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ হাসপতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতলে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষিকা। শিক্ষিকা সুপ্তা রানী দাশ নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মামদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।