লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ জনসম্মুখে অবৈধ জাল পড়িয়ে বিনষ্ট
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসম্মুখে অবৈধ জাল পড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন।
গতকাল মঙ্গলবার লাখাই উপজেলার হাওর অঞ্চলে দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে লাখাই উপজেলার বামৈ, আমানউল্লাপুর হাওরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি বেড় জাল ও ৩০টি চায়না দোয়ারী জাল ২টি কারেন্ট জাল আটক করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ১৫০০০ মিটার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ইদ্রিস,সহকারী মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন,লাখাই থানার এস আই মোঃ মোশারফের নের্তৃত্বে একদল পুলিশ।
৩টি মামলা দায়েরের মাধ্যমে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় এবং পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা বিষয়ে সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধি কে জানান এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :