সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ৬৪.৬৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
লাখাই উপজেলার ৬ ইউনিয়নের ৬ হাজার ৪শত ৬৯ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল আগামী ৭ জুলাই রোজ বৃহস্পতিবার স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হবে।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে চাল বিতরণ যাতে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয় এজন্য ৬ ইউনিয়নে ১২ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
সূত্রে জানা যায়,১নং লাখাই ইউনিয়নের ১১৪৯ জন,২নং মোড়াকরি ইউনিয়নে ১০৭২ জন,৩নং মুড়িয়াউক ইউনিয়নে ১১৩২ জন, ৪নং বামৈ ইউনিয়নে ১২০০ জন,৫নং করাব ইউনিয়নে ৯৬৮ জন ও ৬নং বুল্লা ইউনিয়নে ৯৪৮ জন বন্যাক্রান্ত,অন্যান্য দুর্যোগক্রান্ত,দুঃস্থ, অতি দরিদ্র,ব্যক্তি ও পরিবারের মধ্যে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে মোট ৬৪.৬৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন আমাদের প্রতিনিধি কে ফোনে জানান গুরুত্ব সহকারে স্বচ্ছতার ভিত্তিতে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ কে তালিকা প্রনয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদ উপলক্ষে চাল বিতরণের তালিকায় বন্যাক্রান্ত,ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অতি দরিদ্র পরিবার অগ্রাধিকার পাবে।
আপনার মতামত লিখুন :