যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া


তরফ বার্তা প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ১০:৩৩ অপরাহ্ন /
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

অনলাইন ডেস্ক

সম্প্রতি ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর , তাতে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বলে মস্কো সতর্ক করেছে। ওয়াশিংটনের এ ঘোষণা মস্কোর প্রতি তাৎক্ষণিক হামলার হুমকি হিসেবে দেখছে রাশিয়া । বললেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ।

যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে রুশ রাষ্ট্রদূত এভাবে সতর্ক করার আগে, প্রতিরক্ষা সহায়তা পাঠানো হবে ইউক্রেনে আরও ৬২ কোটি ৫০ লাখ ডলারের। কিয়েভকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই । কিছু ক্ষেত্রে সাফল্যের যে দাবি করে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন, তার কৃতিত্ব অনেকটা মার্কিন অত্যাধুনিক অস্ত্রের। যেসব অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে চারটি হিমার্স আছে। দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এই অস্ত্র চলমান যুদ্ধে রুশ বাহিনীর দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন। পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে কিয়েভকে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র দেওয়ার। প্রতিশ্রুত এ সামরিক সহায়তার মধ্যে বেশির ভাগ কিয়েভ পেয়েছে। বাকিগুলো পাঠানোর কাজ চলছে ইউক্রেনে ।

ওয়াশিংটনকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের একের পর এক ভারী অস্ত্র কিয়েভ সরকারকে পাঠানোর ঘোষণা শুধু এ সংঘাতের একটি পক্ষ হিসেবে ওয়াশিংটনে তাৎক্ষণিক হামলার ঝুকি হতে পারে। এর ফলে নতুন নতুন প্রাণহানি ও দীর্ঘস্থায়ী রক্তপাত ছাড়া কিছুই হবে না ইউক্রেনে ।

তিনি আরও বলেন, ‘আমরা ওয়াশিংটনকে তাদের উসকানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানাচ্ছি। কারণ, এসবের পরিণাম হতে পারে সবচেয়ে ভয়ানক।