মুচি-শ্রমিকের কাজ করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট


তরফ বার্তা প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ৯:০৭ অপরাহ্ন /
মুচি-শ্রমিকের কাজ করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট

নতুন করে প্রেসিডেন্ট হয়েছেন লুলা দা সিলভা, ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে হারিয়ে। লুলা এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সালে দুর্নীতির দায়ে জেল হওয়ায় সেই সময় আর নির্বাচন করতে পারেননি ৭৭ বছর বয়সী সিলভা। বোলসোনারো সেই নির্বাচনেই প্রেসিডেন্ট হয়েছিলেন ।

নতুন করে আবারও প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় ফিরেছেন লুলা দা সিলভা। গত দুই দশকের মধ্যে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রানঅফ নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। লুলা প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন কার্যক্রম হাতে নেন ২০০৩ সালে। ব্রাজিলের অসংখ্য গরীব মানুষ দারিদ্রতার হাত থেকে মুক্তি পেয়েছিল সেই সুবাদে। এবারো নিজের সেই আগের নীতি নিয়েই আগাবেন বলে তিনি জানিয়েছেন।

ব্রাজিলের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হলেও লুলা দা সিলভা, তার এখানে আসার পথটা মসৃণ ছিল না।
চরম দারিদ্রতার ভেতর দিয়ে বড় হয়েছেন লুলা। তার জন্ম হয়েছিল দক্ষিণ দিকের অঞ্চল পারনামবুকোর একটি অশিক্ষিত কৃষক পরিবারে । ভাই বোন আট জনের মধ্যে সপ্তম ছিলেন তিনি। একটা সময় অসংখ্য পরিবারের মতো ভাগ্যের চাকা ঘুরাতে তার পরিবার চলে আসে শিল্প শহর সাও পাওলোতে। মুচির কাজ করেছেন, করেছেন বিস্কিট বিক্রিও, লুলা তখন ছোট ছিলেন। একটি লোহার কারখানায় যোগ দেন ১৪ বছর বয়সে শ্রমিক হিসেবে। নিজের হাতের আঙ্গুল হারান তিনি ১৯৬০ সালের দিকে কারখানায় একটি দুর্ঘটনায় ।

দ্রুত সময়ের মধ্যে লুলা দা সিলভা তার ট্রেড ইউনিয়নের প্রধান হন এবং তৎকালীন সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের ধর্মঘটে নেতৃত্ব দেন ১৯৭০ সালের দিকে। নিজের ওয়ার্কাস পার্টি গঠন করেন ১৯৮০ সালে। প্রেসিডেন্ট পদে ৯ বছর পর প্রতিদ্বন্দ্বিতা করেন।তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। সাফল্য পান অবশেষে ২০০২ সালের নির্বাচনে। প্রেসিডেন্ট পদে এর পরের নির্বাচনেও জয়ী হন তিনি।

তার পাঁচজন ছেলে মেয়ে ও স্ত্রী তিনজন। গত মে মাসে তৃতীয় জনকে বিয়ে করেন তিনি প্রথম দুইজন মারা যাওয়ার পর।