মাধবপুরে ১৯ পরিবার পেল ঘরের চাবি


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ৭:২২ অপরাহ্ন /
মাধবপুরে ১৯ পরিবার পেল ঘরের চাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়ুরা গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঠাঁই হয়েছে। স্বপ্নের ঘরে ঠাঁই পেয়ে খুশি এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা হল রুমে ভার্চুয়ালি এসব ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়ুরায় নির্মিত স্বপ্ন নীড়ের দলিল, চাবি ও ঘর বুঝিয়ে দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বিজেন বোনার্জী , সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন ভুঁইয়া, তাহের উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।