হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজারের কলেজ রোডে ১৩৫০ বর্গফুটের ৭টি দোকানের ভিটা বানিজ্যিক ইজারা সূত্রে মালিক স্থানীয় হরিণখোলা গ্রামের সিরাজুল ইসলাম। সে ২০০৮ সালে মৃত্যুবরন করলে তার ওয়ারিশগন ১ স্ত্রী ৩ ছেলে এবং ৩ কন্যার মধ্যে আইনানুক বন্টন হওয়ার কথা থাকলেও এর মধ্যে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মরহুম সিরাজুল ইসলামের ৩ কন্যা হুসনে আরা পারভীন,দিলশাদ আরা দিলু এবং শিরিন আক্তার শিল্পি বলেন, আমাদের স্বাক্ষর জালিয়াতি করে আমাদের ৩ ভাই শেরদিল ইসলাম, মোরাদিল ইসলাম এবং ফরহাদিল ইসলাম মিলে আমাদের পিতৃ ইজারভূমি নামে এদের নামে করে নিয়েছে। এ বিষয়ে রেল বিভাগের চট্টগ্রামে অবস্থিত প্রধান ভূসম্পত্তি কর্মকর্তার কাছে জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যে ৩ বোনের আবেদনের প্রেক্ষিতে গত ২১ জুলাই ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃশফি উল্লাহ এর কার্যালয়ের শুনানি অনুষ্টিত হয়। ৩ বোনদের মধ্যে ১ জন দিলসাদ আরা দিলু জানায়, শুনানি একতরফা হয়েছে। এরা আমাদের পুরো বক্তব্য শুনেনি। আমাদের সাক্ষীকে বের করে দিয়েছে। আমাদের স্বাক্ষর জাল করা হয়েছে। বেক ডেইট দিয়ে আমাদের ওয়ারিশান সনদ ও স্বাক্ষর দাখিল করা হয়েছে। এদের সাক্ষীদের হাজির করা হয় নি। আমাদের রেলের পিতৃস্বত্ত্ব ভাইদের রেল কার্যালয়ে এসে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা সামনে লিখে দেয়ার ঘটনা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।শুনানিতে আমরা এর লিখিত প্রতিবাদ দিয়ে এসেছি।
প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) সুজন চৌধুরী এর সঠিক আইনানুক ব্যবস্থা নেবেন। এদিকে শেরদিল ইসলাম সহ ৩ ভাইয়ের বক্তব্য এদের ৩ বোন সকলে কয়েক জন সাক্ষীর সামনে স্বশরিরে ঢাকার কমলাপুরে ভূ সম্পত্তি কার্যালয়ে এসে ভাইদের নামে ওই পিতৃস্বত্ত্ব জমি লিখে/নাম পরিবর্তন করে দিয়েছে। এখন তারা সুবিধা নেয়ার জন্যে তাল বাহানা করছে। প্রয়োজন বোধে আমরাও এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেব।
বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি নীতিমালা, ২০২০ এর ৪৮ ধারায় বর্নিত আছে, রেলসম্পত্তি হস্তান্তর/নাম পরিবর্তন করতে হলে রেল কর্তৃপক্ষে বিনা অনুমোদনে লাইসেন্স পরিবর্তন করা যাবে না। লাইসেন্সধারি মৃত হলে তার সঠিক ওয়ারিশ সনদের মাধ্যমে এবং শুনানিসহ কিছু প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।
এ ব্যাপারে মাননীয় রেলমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) জনাব মীর আলমগীর হোসেনকে জানালে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন । ৩ বোনের একই বিষয়ে আরেকটি আবেদনের প্রেক্ষিতে ২৪ মে রেলপথ মন্ত্রনালয় ভূমি শাখার সহকারি সচিব জনাব দুলাল মিয়ার স্বাক্ষরিত আদেশে বর্তমানে রেলওয়ে অধিদপ্তরে তদন্তাধীন থাকা এই বিষয়টি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জোর দাবী জানানো হয়।
আপনার মতামত লিখুন :