লিটন পাঠান:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামে পিত্রালয়ে চার সন্তানের জননীর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতাকাল রবিবার (১৭-জুলাই) দুপুর ২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
জানাযায়, ১৫ বছর আগে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের মৃত আতর আলীর পুত্র ফার্নিচার ব্যবসায়ী বখতিয়ার খান (৪০) এর সাথে বিয়ে দেয়া হয় কাজী ইলিয়াছ মিয়ার কন্যা কাজী নেভি আক্তার (৩৫) কে। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে ৩টি কন্যা ও ১টি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কিছুদিন আগে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে আসে কাজী নেভি আক্তার।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বখতিয়ারকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :