মাধবপুরে দীঘির পানিতে ডুবে শিশুর মৃত্যু
তরফ বার্তা
প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ১২:২৮ অপরাহ্ন /
০
মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে দীঘির পানিতে ডুবে মিতিলা নামে ১৮ মাস বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মিতিলা উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজার এলাকার মোঃ আব্দুর রাজ্জাক শামীম মিয়ার মেয়ে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মিতিলা তার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের দীঘির পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি শেষে দীঘির পানিতে মিতিলাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল ও ইউপি সদস্য নাছির উদ্দিন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :