মাধবপুরে ত্রি-মুখী সংঘর্ষে মহিলাসহ নিহত ৪, আহত ২০


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২২, ৪:৪২ অপরাহ্ন /
মাধবপুরে ত্রি-মুখী সংঘর্ষে মহিলাসহ নিহত ৪, আহত ২০

মাধবপুরে বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলীত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বাখরনগর এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক মাইক্রাবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্তলে দুইজন মারা যান।