মাধবপুরে চা শ্রমিকরা কাজে ফেরেনি আন্দোলন অব্যাহত


তরফ বার্তা প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২২, ৯:৫৯ অপরাহ্ন /
মাধবপুরে চা শ্রমিকরা কাজে ফেরেনি আন্দোলন অব্যাহত
লিটন পাঠান, মাধবপুর থেকে
চা শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে কর্মবিরতিতে থাকা চা শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে জেলা প্রশাসন ও পুলিশ এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বার বার শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেও কোন সমঝোতা হচ্ছেনা। ৩০০টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে সাধারণ শ্রমিকরা একাট্রা হয়ে ১৩তম দিনেও অনড় অবস্থানে রয়েছে শ্রমিক নেতারা কর্মবিরতি চালিয়ে যেতে বাগানে বাগানে ও ভ্যালীতে সভা , সমাবেশ ও বিক্ষোভ করে যাচ্ছেন। এখন শ্রমিকদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজুরি প্রসঙ্গে ঘোষনা দিলেই তারা কাজে ফিরে যাবেন।
গত বুধবার মাধবপুর উপজেলার জগদীশপুর ও তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের মধ্যে বাগান কতৃপক্ষ বর্তমান হারে রেশন তলব দিতে চাইলেও আন্দোলনরত শ্রমিকরা রেশন তলব গ্রহন করেননি। সুরমা চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, চা বাগানে শ্রমিকদের সবার আর্থিক সংগতি সমান নয়। অনেক শ্রমিক পরিবারে ১টি কাজের ওপর নির্ভর করে ৪/৫ জনের খাবারের ব্যবস্থা হয়। কিন্তু ১৩দিন ধরে বাগানে কর্মবিরতি থাকায় রেশন তলব বন্ধ রয়েছে। তাই রেশন তলব না পেয়ে অনেক চা শ্রমিক পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে।
কিন্তু মালিক পক্ষ সংকট নিরসনে কোন উদ্যোগ নিচ্ছেনা এদিকে টানা ১৩দিন চা কারখানা বন্ধ থাকায় কারখানায় সংগ্রহ করা কাচাঁ চাপাতা সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। বাগানের ভেতরে চা গাছের উপরিভাগ লম্বা হয়ে সংগ্রহ করার অনুপোযোগী হয়ে গেছে। প্রতিদিন বাগানে লোকসান হচ্ছে বলে মালিকরা দাবি করছে।