মক্ষিরাণী পুতুলসহ ৫ জনের জামিন না মঞ্জুর \ রিমান্ডে আনবে পুলিশ


তরফ বার্তা প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২২, ১০:২৪ অপরাহ্ন /
মক্ষিরাণী পুতুলসহ ৫ জনের জামিন না মঞ্জুর \ রিমান্ডে আনবে পুলিশ

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের ঢাকাইয়া পট্টি থেকে আটক মক্ষিরাণী পারভীন আক্তার পুতুলসহ আটক ৫ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে আনলে তাদের মদতদাতা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন করলে না মঞ্জুর হয়। গত ২৩ আগষ্ট দুপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে লন্ডন প্রবাসী সফিক উদ্দিনের বাসা থেকে পুতুলসহ ৫ জনকে যৌনকাজে ব্যবহৃত সরঞ্জামসহ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মানবপাচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। ডিবি পুলিশ জানায়, জনদাবির প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হচ্ছে। এদিকে এ ঘটনার মূলহোতা কিতাব আলী ও সফিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে।