বাহুবলে স্কুল থেকে ফেরার পথে সরক দূর্ঘটনায় ছাত্রী আহত, প্রধান শিক্ষিকা অজ্ঞান


তরফ বার্তা প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২২, ৮:৫৪ অপরাহ্ন /
বাহুবলে স্কুল থেকে ফেরার পথে সরক দূর্ঘটনায় ছাত্রী আহত, প্রধান শিক্ষিকা অজ্ঞান

কাউছার মাহদী
বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের পাশে (হাইওয়ে রোডে) কালীবাড়ি নামক স্থানে দ্রুতগামী একটি এম্বুল্যান্সের চাপায় কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী গুরতর আহত হয়েছে। আহত ছাত্রীকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেটে প্রেরন করা হয়েছে।
আজ (২৮আগস্ট) রবিবার দুপুর ৩-৩০ টায় স্কুল ছুটির পর বাড়ি ফিরার পথে সিলেট গামী একটি এম্বুল্যান্সের চাপায় স্থানীয় লামা পুটিজুরী গ্রামের রিপন মিয়ার মেয়ে আফরিন (১০) এর মাথা ও পায়ে মারত্মক আঘাত পেয়েছে। আঘাতপ্রাপ্ত ছত্রীকে দেখে কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী রাণী দাস অজ্ঞান হয়ে ঢলে পড়েন। ধারণা করা যায় তিনি স্টক করেছেন।
দুর্ঘটনার পর পর এলাকাবাসী প্রায় ৩০/৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের প্রচেষ্টায় সড়ক অবরোধ মুক্ত করা হয়।