বাহুবলে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরও ৬৪ ভুমিহীন পরিবার


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ১১:৪৭ অপরাহ্ন /
বাহুবলে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরও ৬৪ ভুমিহীন পরিবার

বাহুবল প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পেলেন বাহুবলের আরও ৬৪ ভূমিহীন পরিবার।

বৃহস্পতিবার ( ২১ জুলাই) সকাল ১০টায় বাহুবল উপজেলা সভাকক্ষে এসব ঘরের চাবি অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই, বাহুবল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ কুমার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কুমার।

এ ছাড়াও অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, মোট ৬৪ টি ঘরের মধ্যে সাতকাপন ইউনিয়নের হরহরিয়ায় ৪০ ও মিরপুর ইউনিয়নের হরিরামপুরে ২৪টি ঘর প্রদান করা হয়েছে।