বাহুবলের হাওরে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ২:০০ অপরাহ্ন /
বাহুবলের হাওরে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন তারা। নৌকাটি রউয়াইল হাওড়ে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে চার নারী মারা যান। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল রাফি জানান, নৌকাডুবিতে চার নারী মারা গেছেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।