বাহুবলের ‘বিহারীপুর-টু-ইসলামপুর’ রাস্তার বেহাল দশা


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৯:৫৭ অপরাহ্ন /
বাহুবলের ‘বিহারীপুর-টু-ইসলামপুর’  রাস্তার বেহাল দশা

এম.ডি যোবায়ের:: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের “বিহারীপুর-টু-ইসলামপুর” বাস্তার বেহাল দশা বিরাজ করছে। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি অত্যান্ত জনগুরুত্বপূর্ন ও প্রাচীন। রাস্তাটি দিয়ে বিহারীপুর, খুজারগাঁও, নিজগাঁও, যশপাল, ভাদেশ্বর সহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরাও যাতায়াত করে থাকেন।

এক কথায় উপজেলা সদর ও উপজেলার সিংহদ্বার খ্যাত মিরপুর বাজারে যাতায়াতের জন্য এ রাস্তাটিই এলাকাবাসীর একমাত্র ভরসা। তাছাড়া মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকায় মিরপুর-টু-বাহুবল যাতায়াতে বিকল্প হিসেবে এ রাস্তাটি ব্যবহার করেন সিএনজি চালকরা।

বর্তমানে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে কাঁদা ও বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে দূর্ভোগ আরও চরম আকার ধারণ করে।

ইতোপূর্বে রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বাহুবল-নবীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু একটি ‘ডি.ও লেটার’ দিয়েছিলেন। এরপর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে রাস্তাটি মাপজোকও করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে পরবর্তীতে আর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, “খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা বলেন, “স্থানীয় ইউপি চেয়ারম্যান যদি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন তাহলে সরেজমিনে পরিদর্শন করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”