বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ফেটে যাওয়া দেওয়ালে সিমেন্টের প্রলেপ


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৭:৪৪ অপরাহ্ন /
বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ফেটে যাওয়া দেওয়ালে সিমেন্টের প্রলেপ

কাউছার মাহদী:: হবিগঞ্জের বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের দেওয়ালে ফাটলের সংবাদ গতকাল বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর আজ (২০ জুলাই) বুধবার জেলা ও বিভাগীয় কর্মকর্তা সরজমিন পরিদর্শন করেছেন। বেলা ১১টার দিকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম প্রকাশ নন্দী সহ ডজনকানেক নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস এবং ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে, সংবাদ প্রকাশের পরপরই ফেটে যাওয়া দেওয়ালে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে।

দৈনিক তরফ বার্তার প্রতিনিধি সরজমিনে গেলে দেখতে পান বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের দেওয়ালের ফাটলে সিমেন্টের প্রলেপ দিলেও পাশের দেওয়ালগুলি ফসলী জমিনের দিকে হেলেই পরে আছে, এযেন শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।

জানা যায়,গণপূর্ত বিভাগের আওতায় গত ২০১৮ সালে উপজেলার বাহুবল কলেজ রোডে স্টেশনের কাজ শুরু করা হয়েছিল। শুরুতেই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে।

সরজমিন গিয়ে দেখা যায়, ওই স্টেশনের সাইড দেওয়াল ফসলী জমিতে হেলে পড়েছে এবং বড়বড় ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন,হেলে পরা দেওয়াল আর ফাটল রেখেই এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনটি তড়িঘড়ি উদ্বোধনের প্রস্তুতি চালানো হয়েছে।