বাহুবলের পুটিজুরী জামে মসজিদের ম্যানেজিং কমিটি গঠন


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৩:৪৬ পূর্বাহ্ন /
বাহুবলের পুটিজুরী জামে মসজিদের ম্যানেজিং কমিটি গঠন

কাউছার মাহদী:: বাহুবল উপজেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন জামে মসজিদ হিসেবে পরিচিত “পুটিজুরী জামে মসজিদ” এর ম্যানেজিং কমিটির সদস্যগনের নাম ঘোষণা করা হয়েছে। আলহাজ্ব মুদ্দত আলীকে সভাপতি এবং আহমদুর রহমানকে মুতাওয়াল্লী করে ১৯ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

(২২জুলাই) শুক্রবার জুমার নামাজ শেষে নব নির্বাচিত সভাপতি এবং ২ নং পুটিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী আনুষ্ঠানিক ভাবে মসজিদ পরিচালনা কমিটির নাম ঘোষনা করেন।

জানাযায়, বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত পুটিজুরী জামে মসজিদটি দীর্ঘ দিন যাবত মসজিদের আশপাশের ৪ টি গ্রাম ও ২ টি বাড়ীর লোকজনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। গ্রামগুলো হলো যথাক্রমে যাদবপুর, নোয়াপাড়া, বাঘেরখাল ও মিরেরপাড়া এবং দুটি বাড়ি যথাক্রমে মন্ডল কাপন গ্রামের নন্দী বাড়ী ও কুমেদপুর গ্রামের শাহ্ বাড়ী (প্রকাশ চেয়ারম্যান বাড়ী)।

চারটি গ্রাম থেকে ৪ জন করে এবং দুটি বাড়ি থেকে ১ জন করে মোট ১৮ জন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পদবী বলে সভাপতি করে ১৯ জন বিশিষ্ট মেনেজিং কমিটি গঠন করা হয়েছে।

সদস্যরা হলেন, ২ নং পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী (সভাপতি), নোয়াপাড়া গ্রামের আহমদুর রহমান (মুতায়ওল্লি), মোঃ ফরিদ মিয়া, হাফেজ আরিফ বিন নিজাম, ও মেহেদী হাসান। যাদবপুর গ্রামের -আব্দুল কাদির (সহ-সভাপতি), মাওঃ শামসুল হক, হাজী আলা উদ্দীন, ও মোঃ শাহ জাহান। মিরেরপাড়া গ্রামের- সোনাই মিয়া (সহ-সভাপতি), ডাঃ মোশাহিদ হোসেন ফুল মিয়া, মোঃ আতিক উল্লাহ ও মহিদ মিয়া এবং বাঘের খাল গ্রামের- সাবেক সেনা সদস্য হাজী আবুল কালাম (সহ-সভাপতি), মোঃ আব্দুল করিম,মোঃ ছিদ্দিক আলী, মাস্টার মালেক মিয়া। নন্দীবাড়ী (মন্ডলকাপন) আব্দুল কদ্দুস চেয়ারম্যান বাড়ী (কুমেদপুর) শাহ্ গোলাম ওয়াদুদ অপু।