হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্টির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ইসলামপুর গ্রামের সাবেক মেম্বার ফজলু মিয়া ও মিজান মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে একটি নৌকা দিয়ে পারাপারকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এখলাছ মিয়া, মহিবুর রহমান, রুবেল মিয়া, মোশারফ হোসেন, রহমান মিয়া, উসমান মিয়া, ইমাম মিয়া, মাছুম মিয়া ও এরাশাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :