বানিয়াচংয়ে গরুর ধাক্কায় অটোরিকসা পানিতে, ৩ যাত্রী আহত


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৩:৫১ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে গরুর ধাক্কায় অটোরিকসা পানিতে, ৩ যাত্রী আহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুর সঙ্গে সিএনজি চালিত অটোরিকসার ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। এতে সিএনজি অটোরিকসাতে থাকা এক নারীসহ ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বানিয়াচং থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকসা হবিগঞ্জ যাচ্ছিল। এসময় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া নামক স্থানে পৌঁছলে হঠাৎ করে একটি গরু রাস্তা পারাপার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকসার সাথে ধাক্কা লাগে। এ সময় সিএনজি অটোরিকসা চালক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে গাড়িটি পার্শবর্তী পানিতে পড়ে তলিয়ে যায়। এতে অটোরিকসাটিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ৩ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে স্থানীয় ও অন্যান্য গাড়ির চালকরা সিএনজি চালিত অটোরিকসাকে পানি থেকে উদ্ধার করলেও এর চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।