শাহ্ মোঃ মামুনুর রহমানঃ পৈল রোডে রাস্তার বেহাল দশা, বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই রাস্তায় চলাচলের অসুবিধা দেখা দেয়। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হইতে পৈল রোডে গাউছিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত হয়ে পড়েছে। ফলে টম টম অটোরিকশা যান বাহন চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিয়াছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ। প্রতিদিন এ রাস্তা দিয়ে টম টমে চলা চল করছে পৈল গ্রামের স্কুল কলেজের ছাত্র, ছাত্রী, চাকুরী জীবি, সাংবাদিক, বিভিন্ন পেশার পেশাজীবি,ব্যবসায়ি, শ্রমিক এমন কি অপারেশন এর রোগী, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই গর্তে জমে থাকে পানি, এ কারনে দূর্ঘটনার স্বীকার হচ্ছে অনেকই। রাস্তায় টি অনতি বিলম্বে সংস্কার করার জন্য জনসাধারণ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছে।
আপনার মতামত লিখুন :