ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেছেন। তিন দফা গণনা শেষে দেখা গেছে দ্রৌপদী পেয়েছেন মোট ভোটের শতকরা ৫০ ভাগের বেশি। তার কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী দলের যশবন্ত সিনহা। এ খবরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দ্রৌপদী মুর্মুর রাজ্য ঝাড়খন্ডে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। রাতে রাস্তায় নেমে পড়েন সব বয়সী মানুষ। তারা এমন অবিস্মরণীয় মুহূর্তকে স্মরণীয় করতে নেচে গেয়ে উদযাপন করছেন।
এর মধ্য দিয়ে তিনি ভারতে নতুন ইতিহাস গড়লেন। তিনি হলেন ভারতের ইতিহাসে প্রথম কোনো উপজাতি সম্প্রদায় থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। তাকে মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন এনডিএ জোট।
প্রাথমিক গণনার পর বৃহস্পতিবার ভারতের সময় দুপুর দেড়টায় মূল গণনা শুরু হয়। এতে প্রথম রাউন্ডের ফলে দেখা যায় দ্রৌপদী মুর্মু শতকরা ৩৯ ভাগ ভোগ পেয়েছেন। ততক্ষণে তাকে অভিনন্দন জানান আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা।
তিনি বলেন, প্রথম উপজাতি নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাকে এমন ব্যতিক্রমী উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।
তিন দফা ভোট গণনা করা হয়। তাতে দেখা যায়, দ্রৌপদী মুর্মু মোট ভোটের শতকরা ৫১.২ ভাগ ভোট পেয়েছেন। বাকি তখনও চতুর্থ রাউন্ডের গণনা। কিন্তু এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে সব। ফলে পরাজয় মেনে নেন যশবন্ত সিনহা। তিনি টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত দ্রৌপদীকে।
তিনি টুইটে লিখেছেন, ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীমতি দ্রৌপদী মুর্মু বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি, প্রকৃতপক্ষে প্রতিজন ভারতীয় আশা করেন- ১৫তম প্রেসিডেন্ট হিসেবে তিনি কারো পক্ষ না নিয়ে ভীতিহীনভাবে সংবিধানের রক্ষক হবেন।
আপনার মতামত লিখুন :