তারাপাশায় রাস্তা দখলকে কেন্দ্র করে বিরোধ \ ১৪৪ ধারা জারি


তরফ বার্তা প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ১২:১৮ অপরাহ্ন /
তারাপাশায় রাস্তা দখলকে কেন্দ্র করে বিরোধ \ ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে রাস্তা দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের বিরোধ চরম আকার ধারন করছে। এতে যে কোন সময় আইনশৃংখলার অবনতির আশংঙ্কা করছেন গ্রামবাসী।
এদিকে, গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় তারা ওই রাস্তায় ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে নোটিশ প্রদান করে এবং প্রশাসনের নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ওই রাস্তা জোর পূর্বক দখলের অভিযোগ এনে গত ২২ আগষ্ট জেলা প্রশাসক ও ২১ আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটের আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত ইউনুছ আলীর কন্যা মোছাঃ সাফিয়া আক্তার।
এতে বলা হয়, উপজেলার ৫নং লামাতাসি ইউনিয়নের নারায়নপুর মৌজার ১৯৫ খতিয়ানের ৫৮৭ ও ৫৮৬ দাগের অন্তর্ভূক্ত মোয়াজি ২৬ শতক ভূমিতে মৌরশী জোত সত্বে স্বত্ববান থেকে ভোগ দখল করে আসছেন ওই গ্রামের মৃত ইউনুছ আলীর কন্যা মোছাঃ সাফিয়া আক্তার। গত ১৮ আগষ্ট উপজেলা প্রমাসনকে ভুল বুঝিয়ে বেআইনীভাবে একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মোঃ শাহ আলম ও নজমুল হোসেনসহ তাদের লোকজন তার বসত বাড়ির অংশ জোরপূর্বক কেটে ফেলে এবং দখলের চেষ্টা করে। এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উল্লেখিত রাস্তায় এস.এ রেকর্ড অনুযায়ী সরকারী রাস্তা না থাকলেও সাধারণ মানুষের চলাচলে ৪ শতক জায়গায় ৮-৯ ফুট প্রশস্থ রাস্তা করা হয়। কিন্তু উল্লেখিত লোকজন ১০ শতক জায়গা দখল করে ১৮-২০ ফুট প্রশস্থ রাস্তা করার চেষ্টা করছে। এ বিষয়ে মামলা দায়ের করা হলে প্রশাসন ওই রাস্তা না নামতে নিষেধাজ্ঞা জারী করেছে।