হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হিরা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ রিকশা চালকের প্রাণ বালুবাহী ট্রাক কেড়ে নিয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে চুনারুঘাট পৌর এলাকার লক্ষ্মীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরা মিয়া ধলাইপার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, হিরা মিয়া প্রতিদিনের মতো সকাল বেলা রিকশা নিয়ে বের হলে দুপুরে উল্টো দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে আমরা ঘাতক ট্রাক আটক করি এবং নিহতের মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করি।
আপনার মতামত লিখুন :