হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারের ২০২২-২০২৩ অর্থবছরে পুণর্বাসন কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্ত সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর উপস্থিতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও প্রধানমন্ত্রী নানা সহায়তা অব্যাহত রেখেছেন। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে অনুদানের টাকা তুলে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :