কী করবেন অভিনয় ছেড়ে দিলে


তরফ বার্তা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ১:৪৪ পূর্বাহ্ন /
কী করবেন অভিনয় ছেড়ে দিলে

জ্যোতিকা জ্যোতি ইনস্টাগ্রাম থেকে

অনেকে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেন সময়ের আগে। আবার কেউ আমৃত্যু অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চান। অভিনয় ছাড়লেও সবাই অভিনয় জগৎটাকে ছেড়ে যান না। কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। কিন্তু জ্যোতিকা জ্যোতির চিন্তাধারা একটু আলাদা, অভিনয় ছেড়ে দিলে ময়মনসিংহের গৌরীপুরে গিয়ে কৃষিকাজে জড়িত হবেন । এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন তিনি।

তিনি দেশী/বিদেশী বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য অনেক প্রশংসিত ও হয়েছিলেন। আজ তার জন্মদিন। তিনি ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর ময়মনসিংহের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। এই অভিনেত্রী সব সময় চেয়েছেন গ্রামে স্থায়ী হতে। তার পছন্দের কাজ কৃষি, এই কৃষি কাজ করতে বড্ড ইচ্ছে করে তার।
ময়মনসিংহের বহুরূপী নাট্যদলে তিনি মাস্টার্স পড়ার সময়ই যোগ দিয়েছিলেন। তবে তার মঞ্চে ওঠার সুযোগ হয়নি এ নাট্যদলের হয়ে। কিন্তু তিনি থামার পাত্রী নন। ২০০৪ সালে ‘আয়না’ ছবির মধ্য দিয়ে অভিনয়ের পথচলা শুরু হয় তার। এরপর ‘মায়া: দ্য লস্ট মাদার, অনিল বাগচীর একদিন, জীবনঢুলি, কলকাতায়, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন । শুরুতেই তিনি প্রয়াত নায়ক মান্না ও নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন ।

‘ব্রেকআপ’ ছিল জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । ‘ব্রেকআপ’–এ তিনি ২০১০ সালে অভিনয় করেছিলেন। এই অভিনেত্রীকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও কম যাননি। জ্যোতির প্রথম টিভি নাটক অনন্ত হীরা, স্বপ্নের পাঠশালা। তবে ‘মোহনা’ ধারাবাহিকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘পালাবার পথ নেই, কলেজ রোড, আপন আপন খেলা, রঙ্গিলা ইত্যাদি। এ ছাড়া তিনি অভিনয় করেছেন একাধিক একক নাটকে ।

আরটিভি স্টার অ্যাওয়ার্ডস ধারাবাহিক নাটকে ২০১৩ সালে ‘কলেজ রোড’ ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। উপস্থাপনায় যাত্রা শুরু করেন ২০১৩ সালে ‘ভ্যালেন্টাইন স্পেশাল কমেডি আওয়ার’ অনুষ্ঠানের মাধ্যমে । সেরা দশে স্থান করে নিয়েছিলেন ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় ।