এফবিসিসিআইয়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করলেন হবিগঞ্জ চেম্বার এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম


mdfaisalchowdhury mdfaisal প্রকাশের সময় : জুলাই ৭, ২০২২, ৪:৩০ অপরাহ্ন /
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করলেন হবিগঞ্জ চেম্বার এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম

ফয়সল চৌধুরী ।।।
হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক, হবিগঞ্জের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০ টা থেকে হবিগঞ্জ সদর উপজেলার পইল, গোপায়া, তেঘরিয়া ও লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন মোতাচ্ছিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ মোতালেব, গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান,ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
খাদ্য সহায়তা বিতরণের পূর্বে মোতাচ্ছিরুল ইসলাম এএফবিসিসিআই এর পক্ষ থেকে হবিগঞ্জের বন্যার্তদের মধ্যে প্রথমবারের মত খাদ্য সহায়তা প্রদান করায়, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন ও এফবিসিসিআইয়ের কার্যকরী পরিষদকে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানান।