উদ্বোধন হল রামপাল বিদ্যুৎকেন্দ্র 


তরফ বার্তা প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ১:২৭ পূর্বাহ্ন /
উদ্বোধন হল রামপাল বিদ্যুৎকেন্দ্র 

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে ভার্চ্যুয়ালি, খুলনার রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১ যৌথভাবে উদ্বোধন করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ বার্তা দিয়ে টুইট করেছেন। তিনি বাংলাদেশের বহুল আলোচিত এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের বার্তায় লিখেছেন, এই প্রকল্পের আওতায় উৎপাদিত ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বলা হয়েছে বাসসের এক প্রতিবেদনে, একজন কর্মকর্তা জানান, কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অধীনে ভারতীয় উন্নয়ন সহায়তা হিসেবে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারসহ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে।

উদ্বোধনের আগে দুই প্রধানমন্ত্রী হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় আলোচনার পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় প্রত্যক্ষ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নয়াদিল্লিতে পৌঁছেছেন।