ইতিহাস গড়ল পাকিস্তান


তরফ বার্তা প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৭:৩১ অপরাহ্ন /
ইতিহাস গড়ল পাকিস্তান

শ্রীলংকার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়িয়ে জয়ের ইতিহাস গড়ল পাকিস্তান।

অতীতে গলে এত বড় স্কোর তাড়া করে কোনো দল জয়ের নজির গড়তে পারেনি। যেটি করে দেখাল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

প্রথম ইনিংসে শ্রীলংকার করা ২২২ রানের জবাবে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে বসা পাকিস্তান বাবর আজমের (১১৯) সেঞ্চুরিতে ভর করে ২১৮ রান করে।

৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনেশ চান্দিমাল (৯৪), কুশাল মেন্ডিস (৭৬) আর ওসাদা ফার্নান্দোর (৬৪) ফিফটিতে ভর করে ৩৩৭ রান করে শ্রীলংকা।

জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩৪২ রান। অতীতে গলে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল স্বাগতিক শ্রীলংকা।

তাই জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণের সামন দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনি দলের জয়ে ৪০৪ বল খেলে ৭টি চার আর এক ছক্কায় অপরাজিত ১৬০ রান করেন।

মঙ্গলবার ৩ উইকেটে ২২২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। বুধবার শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট।

১১২ ও ৭ রানে অপরাজিত ছিলেন আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। এই জুটি শেষ দিনের সকালের সেশনে ১৭.১ ওভারে উইকেটে কাটিয়ে ১৪৬ বলে ৭১ রান স্কোর বোর্ডে যোগ করেন। ৭৪ বলে ৪০ রান করে রিজওয়ান যখন সাজঘরে ফেরেন তখন জয় থেকে ৬৬ রান দূরে ছিল পাকিস্তান।

এরপর ২৯৮-৩০৩ মাত্র ৫ রানের ব্যবধানে পাকিস্তান আরও দুই উইকেট হারায়। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩৯ রান, হাতে আছে ৪ উইকেট। তখন জয়ের কিছুটা আশা করেছিল শ্রীলংকা।

সপ্তম উইকেটে আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ নওয়াজের ৭৮ বলের অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। দলকে জয় উপহার দিতে দায়িত্বশীল ইনিংস খেলেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা আব্দুল্লাহ শফিক। তিনি ৫২৪ মিনিট ব্যাটিং করে ৪০৮ বলে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলেন।