আজমিরীগঞ্জে সাবেক আইজিপির বাড়িতে চুরির ঘটনায় যুবক আটক
তরফ বার্তা
প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৮:২৩ অপরাহ্ন /
০
আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা ইউনিয়নে ২৪ শে আগষ্ট রাতে সাবেক আইজিপি মুতাব্বির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিলো। এই ঘটনায় আজমিরীগঞ্জ থানায় একটি ডাকাতি দায়ের করা হয়, মামলা নং- ৪, ২৪/৮/২২৷
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে পুলিশের টিম বিভিন্ন জায়গায় তল্লাসি চালিয়ে যায়, শিবপাশা ফারির পুলিশ গুপন সংবাদের বৃত্তিতে এস আই ফুয়াদ আহমেদ সহ আজমিরীগঞ্জ থানার পুলিশ টিম একই গ্রামের মহন মিয়ার ছেলে শিরন মিয়া ২২ কে ২৬ আগষ্ট রোজ শুক্র বার ভোরে গ্রেফতার করেন, তার সিকারোক্তি অনুযায়ী টিমটি আসামীর বাড়িতে গেলে আসামী তার হাতে লুকিয়ে রাখা লুন্ঠন কৃত মোবাইলটি উদ্ধার করেন পুলিশের টিম। শিবপাশা ফারি পুলিশ এস আই ফুয়াদ আহমেদ এর সাথে ফোনে আলোচনা করলে তিনি জানান আসামির মামলা নং ৪,৷ ২৪/৮/২২ গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ টিম আাসামিকে গেফতার করা হয়। আজমিরীগঞ্জ থানা ইনচার্জ মাসুক আলী জানান গত ২৪/৮/২২ইং রাতে চুরি হয় । আজমিরীগঞ্জ থানায় মামল হয় আমরা তদন্ত চালিয়ে যাই। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমারা আসামিকে গেফতার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসি। আগামী কাল হবিগঞ্জ কোর্ডে পেরন করা হবে।
আপনার মতামত লিখুন :